দর্শনা অফিস: দর্শনা থানার সামনে চটকাতলা এলাকা থেকে সব ধরনের ব্যানার ও ফ্যাস্টুন অপসারণ করা হয়েছে। রোপণ করা করা হয়েছে ফলজ ও বনজ গাছ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ কার্যক্রম শেষে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। গাছ লাগান, পরিবেশ বাচান এ সেøাগানকে সামনে রেখে ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পুরাতন বাজার দোকান মালিক কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বাবুল আক্তার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ রতন, দর্শনা পৌর ছাত্রদল নেতা শেখার শাওন, আলামিন, জুয়েল, উজ্জ্বল, প্রান্ত, জিম, তৌফিক, তিতাস, আকাশ, সিয়াম, তৌহিদ, রিফাত প্রমুখ।