দর্শনা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৬ : ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধার

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি। এ অভিযানে পুলিশ ৫০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে ও পলাতক এক আসামির বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল শুক্রবার দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবিরের নির্দেশে পুলিশ গ্রেফতার করেছে ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে। ওয়ারেন্টভুক্ত ৬ আসামিরা হলেন দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের তহিদুল জোয়ার্দ্দারের ছেলে নজরুল ইসলাম, ঈশ্বরচন্দপুর গ্রামের বক্স ম-লের ছেলে তাইজেল ইসলাম, একই গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী নাজমা বেগম, দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আলী হোসেন (২৬), দর্শনা আকন্দবাড়ীয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪২) ও একই এলাকার মাঝপাড়ার আব্দুল কাদেরের ছেলে শাহজান আলীকে (৪০)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের গতকালই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে এসআই হারুন উর রশিদ, এএসআই শাহিন আলম, ইদ্রিস আলী ও রওশন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামে। গ্রামের জাহাঙ্গীর আলীর বরজের সামনে হলুদ ক্ষেতের ভেতর থেকে উদ্ধার করেছে ৫০ বোতল ফেনসিডিল ও একটি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশের উপস্থিতি টের পেয়ে দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার মুন্না (২৬) পালিয়েছে। উদ্ধার করা হয়েছে, ৫০ বোতল ফেনসিডিল ও একটি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল। এ ঘটনায় এসআই হারুন উর রশিদ বাদী হয়ে গতকালই দর্শনা থানায় পলাতক আসামি মুন্নার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment