দামুড়হুদার ডুগডুগিতে তারকব্রক্ষ মহানাম যজ্ঞনুষ্ঠান পরিদর্শনকালে এমপি টগর

আ.লীগ সরকার কখনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না

দামুড়হুদা অফিস: দামুড়হুদার ডুগডুগি গ্রামে ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞনুষ্ঠান পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-২আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগর। গতকাল বুধবার রাতে এমপি হাজী আলি আজগার টগর অনুষ্ঠান পরিদর্শন করেন। এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, মানুষকে ভালোবাসতে হবে, একমাত্র মানুষকে ভালোবাসার মাঝে যে আনন্দ, অনুভূতি আছে তা আর কিছুতেই নেই। ধর্ম যার যারই হোক না কেনো উৎসব সবার এমনি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে পারলে সমাজে শান্তির বিরাজ ঘটবে। তাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। অসাম্প্রদায়িক চেতনায় একমাত্র শান্তি এনে দিতে পারে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যখনি ক্ষমতায় থাকে তখনি সাম্প্রদায়িকতার দম্ভ ছিন্ন করে অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ঘটে। আওয়ামী লীগ সরকার কখনো এক ধর্মীয় সম্প্রদায়ের ও তার অন্তর্ভুক্তদের বিরুদ্ধচরণ ও ক্ষতিসাধণ করে না। দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামের শ্রী শ্রী সার্বজনিন রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনে শ্রী শ্যাম ঘোষের সভাপতিত্বে মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ সাহা, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন। এ সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment