দামুড়হুদার ডুগডুগি থেকে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই

দর্শনা অফিস: দামুড়হুদার ডুগডুগি থেকে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পুলিশি অভিযানের কথা বলে কৌশলে ইজিবাইক ভাড়া নিয়ে চালককে ধোকা দিয়ে চম্পট দিয়েছে। থানায় করা হয়েছে অভিযোগ। পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতারে খুঁজছে হন্যে হয়ে। দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়ার আরজুল্লাহ’র ছেলে সিদ্দিক হোসেনের (৪০) ইজিবাইক গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দর্শনা পুরাতন বাজার থেকে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভাড়া নেয় ছিনতাইকারীচক্রের সদস্যরা। দর্শনা বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকে চড়ে বসেন ওই চক্রের আরো একজন সদস্য। পুলিশি অভিযানে ডুগডুগিতে উদ্ধারকৃত অবৈধ মালামাল বহনের কথা বলে নেয়া হয় সিদ্দিক। ডুগডুগি-লোকনাথপুর মাঝামাঝি পৌঁছে ইজিবাইক সড়কের ধারে রেখে সিদ্দিককে সাথে নিয়ে গ্রামের ভেতরে ঢোকে ছিনতাইকারীরা। এক পর্যায়ে সিদ্দিক তার ইজিবাইকের কাছে যেতে বলে চম্পট দেয় তারা। সিদ্দিক এসে দেখেন তার ইজিবাইক নেই। ছিনতাইকারীরা কৌশলে পুলিশ পরিচয় দিয়ে ছিনিয়ে নিয়েছে সিদ্দিকের ইজিবাইক। এ ঘটনায় সিদ্দিক দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছেন। থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর জানান, যদিও ঘটনা দামুড়হুদা থানা এলাকায় তবুও ইজিবাইক উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতার আমরা অভিযান শুরু করেছি।

 

Comments (0)
Add Comment