দামুড়হুদায় বোরো আবাদে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

হাসমত আলী: দামুড়হুদা উপজেলায় বোরো আবাদে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। চলিত মরসুমে কৃষক ধানের দাম ভাল পাওয়ায় আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে সংশি¬ষ্ট বিভাগ মনে করছে। গত বছরের চেয়ে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে বেশি ধান চাষ করা হচ্ছে। দামুড়হুদা উপজেলা কৃষি অফিসসূত্রে জানা গেছে, এ বছর ১০ হাজার ২শ হেক্টর জমিতে বোরো চাষ করা হচ্ছে। বর্তমানে উপজেলায় চলছে বোরো আবাদের মরসুম। আর বোরো আবাদের কারণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। কুয়াশা ঢাকা শীতের সকাল হিমেল হাওয়া উপেক্ষা করে কৃষকরা বোরো ধানের চারা রোপণের ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিস্তীর্ণ মাঠজুড়ে বোরো আবাদের ধুম চলছে। বিস্তীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা, কোথাও গভীর নলকূপ থেকে চলছে পানিসেচ, ট্রাক্টর, পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষের কাজ, গরু মহিষ দিয়ে চলছে মাঠ সমান করার কাজ। আবার বোরো ধানের রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। কৃষকের ব্যস্ততায় শীত যেন তাদেরকে স্পর্শ করছে না।
কুড়–লগাছি এলাকার ধান চাষি জালাল উদ্দীন বলেন, তেলের দাম বাড়ায় পাওয়ার টিলার মেশিন দিয়ে হালচাষের খরচ বাড়ছে। কৃষি কাজই আমাদের পেশা। অন্য কাজ জানি না। কয়েক বছর ধরে লোকসান গুনছি, তবু আশায় বুক বেঁধে বোরো আবাদ করছি।’ এ বছর লাভ হবে বলে আশা করছি। বর্তমানে ধানের দাম ভাল।
একই এলাকার কৃষক মিজানুর রহমান বলেন, ‘আমাদের এলাকা কৃষিনির্ভর। এ অঞ্চলের প্রায় সব কৃষক বর্গাচাষি। এনজিও থেকে ঋণ নিয়ে অন্যের জমি চাষ করেন অনেকে।’
স্থানীয় কৃষকরা জানান, গত বছরের তুলনায় চলিত বছরে ধানের দাম বেশি হওয়ায় বেশি ভাগ কৃষকরা বোরো চাষে ঝুঁকে পড়েছে। এ বছর বর্ষার কারণে আলুর চাষ কৃষকরা না করতে পারায় বোরো চাষ করছে। এজন্য ধারণা করা হচ্ছে লক্ষ্যমাত্রা চেয়ে বোরো ধান আাবাদ করছে কৃষকরা। বর্তমানে ন্যায় শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলিত মরসুমে বোরো ধানের বাম্পার ফলন হবে।
দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজামান বলেন, কৃষকদেরকে আধুনিক চাষাবাদ পদ্ধতিসহ সকল প্রকার পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলায় এবার ১০ হাজার ২শ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফলনও ভালো হওয়ার আশা করছি।

Comments (0)
Add Comment