দামুড়হুদায় স্কুলছাত্রী অপহরণের ১১ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে মর্মে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অপহরণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। লিখিত এজাহারে বাদী ভানু খাতুন বলেছেন, তার মেয়ে সুমাইয়া খাতুন অশ্রু (১৩) উজিরপুর কওমী মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে। দামুড়হুদা গাংপাড়ার মৃত আব্দুল করিমের ছেলে হাফিজুর (৩০) ও তাহাজ্জেলের ছেলে মেহেদী (৩২) আমার মেয়েকে মাদরাসায় যাওয়া আসার পথে প্রায়ই বিরক্ত ও উত্ত্যক্ত করতেন। তারা দুজনই বখাটে প্রকৃতির ছেলে। পরবর্তীতে আমি তাদের পরিবারের লোকজনকে বিষয়টি অবগত করায়। কিন্তু তারা আমার কথায় কর্ণপাত না করে তাদের আরও উস্কানী দেয়া শুরু করে। পরবর্তীতে হাফিজুর আমার মেয়েকে রাস্তায় একা পেয়ে পুনরায় কুপ্রস্তাব দেয়। এরই ধারাবাহিকতায় গত ১২ মে বেলা ১১ টার দিকে মাদারাসায় যাওয়ার সময় হাফিজুর ও মেহেদী আমার মেয়ে পথরোধ করে এবং জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে চলে যায়। আজ ১১ দিন পার হয়ে গেলো আমার মেয়ের কোনো হদিস করতে পারেনি পুলিশ। দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহীদ জানান, আসলে ওই মেয়ে অপহরণ হয়নি। তারা বিয়ে করেছে। তারপরও মেয়ের বয়স কম। আর ছেলে বিবাহিত। কললিস্টসহ সিডিআর নেয়া হয়েছে। তাদের অবস্থান ঢাকা গাজীপুর এলাকা দেখালেও পরবর্তীতে তারা পুনরায় স্থান পরিবর্তন করেছে। তারা ঘন্টায় ঘন্টায় স্থান পরিবর্তন করছে। আমরা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি খুব শিগগিরই উদ্ধার করতে সক্ষম হবো।

Comments (0)
Add Comment