দামুড়হুদা সদাবরী মাঠে ৪ বিঘা জমির ধানক্ষেত জঙ্গল মারা বিষ দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার সদাবরী মাঠে প্রায় ৪বিঘা জমির লাগানো ধানগাছ জঙ্গলমারা বিষ দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকালের দিকে। জানা গেছে, দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মৃত নস্কর আলীর ছেলে প্রতিবন্ধী আওরঙ্গজেব মোল্লার সদাবরী -বেদেপোতা চাঁদামারী নামক মাঠে চাষকৃত প্রায় চার বিঘার জমির ধানগাছ জঙ্গল মারা বিষ দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। আওরঙ্গজেব জানান ১৭/৭/১৯৯১ ইং তারিখে কার্পাসডাঙ্গা গ্রামের মৃত ফজিলত আলীর ছেলে মৃত গোলাম হোসেনের নিকট হতে একটি বায়নানামা ও একটি না দাবীনামা মূলে মালিক হইয়া ১ একর ২৫ শতক জমি সদাবরী -বেদেপোতা চাঁদামারী মাঠে ভোগ দখল করে আসছি। এমতাবস্থায় পীরপুরকুল্লা গ্রামের মৃত:ছলেমানের ছেলে মিজানুর রহমান,
কার্পাসডাঙ্গা গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে কদর আলী, তক্কেল আলী, মোহাম্মদ আলী, হাবিল, ছোট, মিনাল আলীর ছেলে মিনজুল, মৃত ওলি হোসেনের ছেলে আমির হোসেন, আব্বাস আলী, হোসেন আলী, মৃত দাউদের ছেলে বক্কর,আইয়ুবের ছেলে ফারুক মাঝে মধ্যই জমিটি দখল করতে যায় ও আমি বাধা দিলে খুন জখমের হুমকি দেই। তারা জমিটি জোর করে দখলে নিতে চাই ও আমার কাছে বিভিন্ন সময় টাকা দাবি করে। আমি বিষয়টা নিয়ে গত ১৮/৬/২০২৫ ইং তারিখে বিজ্ঞ দর্শনা থানা আমলী আদালতে একটি সি/ আর মামলাও করি। যার বিষয়টা তদন্তাধীন রয়েছে। অভিযুক্তরা মাঝে মধ্যই বলে জমিতে থাকতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। চাঁদের টাকা না দেয়ার কারনে ও মামলা করায় গত ৪/০৭/২০২৫ ইং তারিখে সময় অভিযুক্তরা সহ অজ্ঞাতনামা ১৫/১৬ জন ব্যক্তি পরিকল্পিত ভাবে উক্ত জমিতে থাকা ঘর ভাংচুর করে মালামাল নিয়ে যায়। এরই এক পর্যায়ে গতকাল রোববার আমার পুরো জমির ধান তারা জঙ্গল মারা বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি প্রতিবন্ধী মানুষ। আমি ন্যায় বিচার চাই। আমার এতে করে প্রায় ১ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। এ ঘটনায় ন্যায় বিচার পেতে অভিযুক্তদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে জানতে কদর আলী গংদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বাড়িতে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সাথে কথা বললে তিনি ভুক্তভোগীকে থানায় একটা লিখিত অভিযোগ করার পরামর্শ সহ বলেন সেই সাথে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা লিখিত আবেদন করতে পারেন। পরবর্তীতে তার কেমন ক্ষতি হয়েছে আমাদের কাছে জানতে চাইলে তখন আমরা একটা প্রতিবেদন দিয়ে দিতে পারবো। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রর সাথে কথা বললে তিনিও থানায় লিখিত অভিযোগের পরামর্শ সহ তার কাছেও একটা লিখিত আবেদন দিতে বলেন। ক্ষতিগ্রস্ত্র কৃষকের সহায়তার আশ্বাস দেন তিনি।