নিরাপদ খাদ্য উৎপাদনে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় নিরাপদ খাদ্য, সবজি ও মানসম্মত ফসলের বীজ উৎপাদনে দু’দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে দামুড়হুদা উপজেলা বিএডিসি ট্রেনিং কক্ষে দুদিনব্যাপী প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্টের (জেইফজিই) অর্থায়নে ওয়াসেপ প্রকল্পের অধীনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমরা সবাই প্রত্যক্ষ-পরোক্ষভাবে এই কৃষির ওপর নির্ভরশীল। কৃষক যদি নিরাপদ খাদ্য উৎপাদন করে তাহলে আমরা সবাই সুস্থ থাকবো। নিরাপদ খাদ্য উৎপাদনে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আজ এই ট্রেনিংয়ের মাধ্যমে দেখেছেন কীভাবে ক্ষতিকর রাসায়নিক সার ও স্প্রে এর ব্যবহার কম করে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায়। বিশেষ প্রয়োজনে স্প্রে ব্যবহার করলেও সেটি কীভাবে ব্যবহার করতে হবে ও স্প্রে করার কতদিন পর বাজারজাত করলে আর সেটি ক্ষতিকর হবে না। আপনারা এই প্রশিক্ষণে শিক্ষাগুলো মাঠ পর্যায়ে কাজে লাগাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার চারটি ইউনিয়নের কৃষকবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা ও নিরাপদ খাদ্য, সবজি ও মানসম্পন্ন ফসলের বীজ উৎপাদন বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন ওয়াসেপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়াসেপ প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলেটর হামিদুল ইসলাম, ফিল্ড ভলেন্টিয়ার সোহেল রানা ও মনজুর এলাহী।

Comments (0)
Add Comment