নিয়মিত আদালত চালুর দাবিতে মেহেরপুরে আইনজীবীদের মানববন্ধন

মেহেরপুর অফিস: স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে নিয়মিত আদালত চালু করার দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি। গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের কোর্টমোড়ে জেলা আইনজীবী ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানবন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আদালত বন্ধ থাকার কারনে বিচার কার্যক্রম থমকে গেছে। আইনজীবী ও আইনজীবী সহকারীরা অত্যন্ত আর্থিক সংকটের মধ্যে রয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত পরিচালনার দাবি জানান বক্তারা।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মিয়াজান আলী, সাধারণ সম্পাদক অ্যাড. ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি অ্যাড. মারুফ আহম্মেদ বিজন, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. কামরুল ইসলামসহ আইনজীবীরা মানববন্ধনে অংশ নেন।

 

Comments (0)
Add Comment