দর্শনা অফিস: বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী, দর্শনার কৃতি সন্তান মনিরুজ্জামান ধীরু বাউল বিশ্ব শান্তির দুত নেলসেন ম্যান্ডেলা শান্তি পুরস্কারে ভুষিত হয়েছেন। গ্রামবাংলার ঐতিহ্যবাহি প্রায় হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি নিয়ে গবেষণা-চর্চা, প্রচার-প্রসার ও সুষ্টু ধারার বাংলা সংস্কৃতি লালন এবং বিশিষ্ট লোকসংগঠক হিসেবে অবদান স্বরুপ তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর বিশ্বসাহিত্য কেন্দ্রের চতুর্থ তলায়, আন্তর্জাতিক ক্ষ্যাতি সম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত কবি শ্রী পুস্পেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চালচিত্র ও টেলিভিশন অভিনেতা খলিলুর রহমান কাদেরি। নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ’র আয়োজনে ও টিভি উপস্থিপিকা ফারজানা মৃদুলার উপস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান আমজাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের মহাপরিচালক রাকিব আলী প্রমুখ। ২১ জনকে এ শান্তি পুরস্কার দেয়া হয়েছে। মনিরুজ্জামান ধীরু সারাদেশে লোকসংস্কৃতির প্রচার ও লোকসংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য শিল্পকলা পদকও পেয়েছেন। এবার তাকে নেলসেন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ প্রদান করা হলো।