পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনাসভা

 

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও র‌্যালিটি শহীদ হাসান চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. হাসানুজ্জামান সজীব। এছড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এনামুল কবির জিপসি, মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারি তুষার ইমরান, জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান, শ্রমিক আন্দোলনের সভাপতি শেখ পিয়ার মুহাম্মদ, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি মীর শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ছাত্র আন্দোলনের সভাপতি মো. আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি জিনারুল ইসলাম, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মাওলানা মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ‘মহান আল্লাহ তায়ালা রমজান মাসে রোগী ও মুসাফির ব্যতীত সকল মুসলমানের জন্য দিনের বেলা পানাহার নিষিদ্ধ করেছেন। এজন্য সকলকে প্রকাশ্যে পানাহার থেকে বিরত রাখতে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। পবিত্র মাহে রমজানে অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ, বিশেষ করে সিনেমা হল, টেলিভিশন ও স্যাটেলাইটের মাধ্যমে প্রদর্শিত সকল প্রকার ইসলামবিরোধী ও অশ্লীল অনুষ্ঠান বন্ধের চেষ্টা করা সকল মুসলমানের ঈমানি দায়িত্ব। রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে সাধারণ রোযাদারগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হন। ব্যবসায়ীসহ সকলের কর্তব্য অবৈধ মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ, ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় বন্ধ এবং নিত্য প্রয়োজনীর দ্রবাদি মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার চেষ্টা করতে হবে।’ র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ হাসান চত্বরে এসে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুস সালাম।

Comments (0)
Add Comment