পুলিশে পুলিশে প্রেম-বিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে কেনিয়া

পুলিশে সহকর্মীদের মধ্যে প্রেম ও বিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে কেনিয়া সরকার। পুলিশ কর্মকর্তাদের অপরাধ প্রবণতা কমানোর উদ্দেশ্যে এ ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টেলিভিশনে সম্প্রচারিত পুলিশ কলেজের একটি অনুষ্ঠানে এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড মাতিয়াঙ্গি এ ব্যাপারে বলেন, তার দেশে পুলিশ কর্মকর্তাদের মধ্যে প্রেম-বিয়ের নিয়ম জারি করার জন্য জাতীয় সুরক্ষা পরিষদের অনুমোদন প্রয়োজন। সেনাবাহিনীতে কর্মরত বিভিন্ন পদের কর্মকর্তাদের মধ্যেও এ ধরনের প্রেম-বিয়ে নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি। সে দেশে যৌন হয়রানির শিকার নারী পুলিশদের অভিযোগ খতিয়ে দেখবে জেন্ডার রিলেশন্স কার্যালয়। এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ নিয়ম চালু হলে পুলিশে পুলিশে প্রেম-বিয়ে বেআইনি ঘোষিত হবে। কেউ আইন অমান্য করলে চাকরি ছাড়তে হবে

Comments (0)
Add Comment