বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জীবননগর মুক্ত দিবস পালিত

জীবননগর ব্যুরো: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জীবননগরে প্রথমবারের মতো ৪ ডিসেম্বর জীবননগর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, পিঠা উৎসব, আলোচনাসভা, সম্মাননা প্রদান ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল। প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম রফি।
শাইন ক্লাবের সভাপতি এসএ শরিফুল ইসলাম ছোট বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ওসি (অপারেশন) সুখেন্দু বসু, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু ও সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক এমএস আলম। জীবননগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজি শামসুর রহমান চঞ্চল ও চাষি রমজানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন, সীমান্ত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, পৌর কাউন্সিলর আবুল কাশেম, কাউন্সিলর আপিল মাহমুদ, কাউন্সিলর খোকন মিয়া, শাইন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বুদো প্রমুখ মঞ্চে উপবিষ্ট ছিলেন।
মুক্ত দিবস উপলক্ষে বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চ এলাকায় পিঠা উৎসব ও এ উপজেলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে স্টল দেয়া হয়। অনুষ্ঠানে জীবননগর মুক্তিযোদ্ধা সংসদসহ ৬টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। জীবননগর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সহযোগিতায় জীবননগর শাইন ক্লাব ও বন্ধু ফাউ-েশন এ অনুষ্ঠানের আয়োজন করে বলে জানা যায়।

Comments (0)
Add Comment