বাইসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় : গাছের সাথে ধাক্কা লেগে স্কুলছাত্রী নিহত

হরিণাকুণ্ড প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে বাইসাইকেল চালানো শিখতে গিয়ে আাম গাছের সাথে ধাক্কা খেয়ে সুরাইয়া (১০) নামে এক তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামে এই মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া ওই গ্রামের ফুলছদ্দিন মিয়ার কন্যা এবং তিনি ভবিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
নিহতের স্বজনরা জানান, দুপুরে সুরাইয়া তার বাবার বাইসাইকেল নিয়ে চালানো শেখার জন্য বাড়ির বাইরে বের হয়ে যায়। একপর্যায়ে তিনি সাইকেল চালানো শিখতে গিয়ে হটাত আমগাছের সাথে ধাক্কা খায়। এসময় সুরাইয়ার বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে পারিবারের লোকজন উদ্ধার করে হরিণাকু-ু স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হরিণাকু-ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুর রহমান জানান, শিশুটির বুকে ও মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়েছে।
হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, এমন মৃত্যুর ঘটনা দুঃখজনক। তবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Comments (0)
Add Comment