বাজার গোপালপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট মিলনকে গণধোলাই

বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিংয়ের মালিক জাহিদুর ইসলাম মিলন তার ব্যাংকের এক কর্মীর সাথে অনৈকিত কর্মের অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাতে বাজার গোপালপুরে এ ঘটনা ঘটে। আহত মিলনকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এরপূর্বে মিলনের বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকার শ্লীলতাহানীর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা অভিযোগ রয়েছে।
গ্রামবাসী জানান, জেলার কোটচাঁদপুর উপজেলার দৌড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের ওয়াজেদ আলির ছেলে জাহিদুল ইসলাম মিলন বেশ কয়েক বছর সদর উপজেলার বাজার গোপালপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং এর কেন্দ্র খুলে কার্যক্রম চালিয়ে আসছে। গত রোববার রাতে বাজার গোপালপুরে তার এক ভিন্নধর্মী নারীকর্মীর সাথে অনৈতিক কর্মের অভিযোগে গণধোলাইয়ের শিকার হন। এসময় মিলন রক্তাক্ত আহত হলে নিকটজনেরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা জন্য নেন। বর্তমানে মিলনকে সেখানে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকগণ। এবিষয়ে জানতে গণধোলাইয়ের শিকার মিলনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি। তবে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Comments (0)
Add Comment