মহেশপুরে হনুমান সংরক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের ভবনগর গ্রামে হনুমান সংরক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ যশোর সাজ্জাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মোহাম্মদ সোহাইদ খাঁন, যশোর সহকারী বন সংরক্ষক অমিতা ম-ল, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান। উপস্থিত ছিলেন কোটচাঁদপুর ফোরেস্টার এমএম মিজানুর রহমান, কালীগঞ্জ ফোরেস্টার আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ হক, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম এনামুল হক দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক এসএম রাজন, নাজমুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ভবনগর গ্রামে দীর্ঘদিন ধরে ২ শতাধিক হনুমান রয়েছে। খাদ্য সংকটের কারণে হনুমানগুলো ক্ষেত খামারে ও লোকজনের বাড়িতে উপদ্র করায় অনেকেই বিরক্ত হয়ে হনুমানের ক্ষতি করছে এমনি অঙ্গহানি ও ফাঁদে জড়িয়ে হনুমান মারা হয়েছে। এ সংক্রান্ত গণমাধ্যমে বিভিন্ন সময় সংবাদ প্রকশিত হয়। প্রধান বন সংরক্ষক সিসিএফ আমির হোসেন প্রধান বন কর্মকর্তার নির্দেশে ওই গ্রাম সরেজমিন পরিদর্শন করেন এবং শুক্রবার সরকারিভাবে হনুমানগুলোর খাদ্য সরবরাহের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে তিনি কোটচাঁদপুরে বন ভিভাগের দ্বিতল ভবনের শুভ উদ্ধোধন করেন।

Comments (0)
Add Comment