মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা এসবিকে ইউনিয়নের খালিশপুর বাজার ব্যবসায়িক কল্যাণ (বণিক) সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত পরশু শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে ৫৪৫ ভোট পেয়ে মো. ফিরোজ রহমান সভাপতি নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল হুদা পেয়েছেন ২৬৯ ভোট। ৪৭৭ ভোট পেয়ে মো. খাইরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচন হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ন কবির পেয়েছেন ৩৩৬ ভোট। অন্যদের মধ্যে যারা নির্বাচিত হন তারা হলেন-সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম ৩৯৬ ভোট, সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ৪১৪ ভোট, সাংগঠনিক সম্পাদক মো. রোকনুজ্জামান ৪২১ ভোট, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম ৫০৬ ভোট, ক্রিয়া সম্পাদক মো. হাদিউজ্জামান ৪২২ ভোট, নির্বাহী সদস্য ওয়াসিম হোসেন ৪০৩ ভোট, সহিদুল ইসলাম দুলু ৩৯৮ ভোট, শ্রী সুকুমার কুন্ডু ৩৯৭ ভোট, শ্রী অমল ৩৩৬ ভোট, মো. লিটন ৩৩০ ভোট, ইকবাল হোসেন ৩১৩ ভোট, আশাদুল হক ৩০০ ভোট এবং সাব্বির হোসেন ২৩৬ ভোট পেয়েছেন। মোট ৮৭৪জনের মধ্যে ৮৩০জন ভোটদেন এববং ৪৪জন ভোটে অনুপ্রস্থিত ছিলেন।