মুজিবনগরে আইসিটি প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি’র উদ্যোগে গুডনেইবারর্স’র বাংলাদেশ আইসিটি এডুকেশন প্রজেক্টের মাধ্যমে যুবক যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সরকারী সাটিফিকেট বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার বেলা ৩টার দিকে গুডনেইবারস্ বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র বল্লভপুর প্রজেক্ট অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা যুবউন্নয়ন অফিসার রাকিব হাসান। গুডনেইবারস্’র কো-অপারেটিভ অফিসার জয় চক্রবর্তীর সঞ্চালনায় ও মেহেরপুর সিডিপি’র সিনিয়র এডমিন অফিসার মিঃ লরেন্স ঢালি সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদ, কো-অপারেটিভ চেয়ারপার্সন মোছা. রেহেনা খাতুন, আইটি ট্রেইনার আব্দুল মালেক প্রমুখ। তিন মাস প্রশিক্ষণ শেষে ৩য় ব্যাচের ৫২ জন প্রশিক্ষণার্থীকে ওই সার্টিফিকেট প্রদান করা হয়।

Comments (0)
Add Comment