মুজিবনগর প্রতিনিধি : মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের কাগমারী মাঠে বজ্রপাতে ওই গ্রামের বিজিপি ক্যাম্প পাড়ার শফিকুল ওরফে ধুলু মল্লিক নামের এক কৃষকের ২টি গাভী গরুর মৃত্যু হয়েছে। আনন্দবাস গ্রামের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন জানান- গতকাল সোমবার আনন্দবাস গ্রামের কাগমারী মাঠে ৩/৪জন গরুর মালিক ১৫টি গরু ওই মাঠে ঘাষ খাওয়ানের জন্য চরাচ্ছিল। এমন সময় বিকেল ৪ টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ একটি বজ্রপাত গরুর পালের উপর পড়লে ১০/ ১২টি গরু মাটিতে পড়ে গেলে ওই সময় ২টি গাভী গরু ঘটনাস্থলেই মৃত্য হয়। দুটি গরুর আনুমানিক মূল্য প্রায় ২লক্ষ টাকা।