মেহেরপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক কারাগারে

মেহেরপুর অফিস: মাদকের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহেরপুর স্টেডিয়ামপাড়ার রেণুকা খাতুনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ৪র্থ আদালতের বিচারক এইচ এম কবীর হোসেন রেণুকা খাতুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রেণুকা খাতুন মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার শাহারুল ইসলামের স্ত্রী।

এদিন দুপুরের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল শহরের স্টেডিয়ামপাড়া এলাকা থেকে রেনুকাকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতে নেয়া হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৪ মে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক এইচ এম কবীর হোসেন রেণুকা খাতুন ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে মাহফুজুর রহমানকে ২ বছর করে সশ্রম কারাদ- ও ৩ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরো এক মাসের করে কারাদ-াদেশ দেয়া হয়। রায় ঘোষণার দিন থেকে রেণুকা খাতুন পলাতক ছিলেন।

Comments (0)
Add Comment