মেহেরপুরে শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: আজ রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে মেহেরপুরে ৫-১১ বয়সী শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ কার্যক্রম বিষয়ক এক আলোচনা সভা গতকাল শনিবার সকালের দিকে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইপিআই সুপার খন্দকার আবু সামাইন, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় মেহেরপুর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের এই টিকা বিশেষভাবে তৈরি এবং খুবই নিরাপদ। যুক্তরাষ্ট্রে এই টিকা দেয়া হচ্ছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদন দিয়েছে। যেসব টিকা এসেছে, সেগুলো দুই মাসের ব্যবধানে দিতে হবে। আজ রোববার থেকে পুরোদমে টিকাদান শুরু হবে। ইতোমধ্যেই আমাদের হাতে প্রয়োজনীয় টিকা এসে পৌঁছেছে।

Comments (0)
Add Comment