মেহেরপুর জেলায় ইটভাটায় কোটি কোটি টাকা ভ্যাট বাকি

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে কাস্টমস্্ অফিসের একটি প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। জেলার শতাধিক ইটভাটায় কয়েক কোটি টাকা ভ্যাট বাকি বলে জানান সংশ্লিষ্টরা। অভিযান পরিচালনা করেন মেহেরপুর ও চুয়াডাঙ্গা কাস্টমস অফিসের দায়িত্বপ্রাপ্ত কমিশনার তপন চন্দ্র দেব। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর কাস্টমস অফিসের প্রতিনিধি বেলাল হোসেনসহ গাংনী থানা-পুলিশের একটি টিম। গাংনী উপজেলার বিভিন্ন রাস্তায় ইট বহনকারী ট্রলি আটকিয়ে কাগজপত্র যাচাই করেন অভিযান পরিচালনাকারী দল। অভিযানে নেতৃত্ব দানকারী কমিশনার তপন চন্দ্র দেব জানান, মেহেরপুর জেলায় ভ্যাট ফাঁকি দিয়ে ১০৪টি ইটভাটায় অবৈধ উপায়ে ইট পোড়ানো হচ্ছে। জেলায় বিভিন্ন ইটভাটার সাড়ে ৪ কোটি টাকা ভ্যাট বাকি রয়েছে। গত কয়েকদিন অভিযান চালিয়ে বিভিন্ন ইটভাটায় ৫ লাখ টাকা আদায় করা হয়েছে। ইটভাটায় ভ্যাট আদায়ে এ অভিযান অব্যাহত থাকবে।

Comments (0)
Add Comment