সভাপতি হাসানুজ্জামান সাধারণ সম্পাদক তুষার ইমরান

ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দৌলাতদিয়াড় তাসনীম নুর কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। সভাপতিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার হাসানুজ্জামান সজীব। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। সম্মেলনে জেলার সকল উপজেলা, ইউনিয়ন এবং পৌর শাখা থেকে নেতাকর্মীরা যোগ দেন। সম্মেলনে বক্তারা বলেন,“স্বাধীনতার ৫২ বছর হয়ে গেলেও বাংলাদেশ স্বাধীনতার মূল স্বপ্নসাধ থেকে অনেক দূরে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার কোনটাই এদেশে প্রতিষ্ঠিত হয়নি। বিগত দিনে যারা দেশ শাসন করেছে এবং বর্তমানেও করছে সবাই কায়েমী স্বার্থবাদী শক্তি। তারা ব্যাপক দুর্নীতি করে নিজেদের আখের গুছিয়েছে, দেশের মানুষের জন্য কিছুই করেনি। বারবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।” সম্মেলনের আগে জেলা কার্যালয়ে মজলিসে শুরার বৈঠকে প্রধান অতিথি বিগত জেলা কমিটি বিলুপ্ত করে ২০২৩-২৪ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে হাসানুজ্জামান সজিবকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে তুষার ইমরান সরকার। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রুহুল আমীন সোহেল, এনামুল কবীর জিপসি, মাওলানা জহুরুল ইসলাম আজিজী, যুগ্ম সম্পাদক আলিমুজ্জামান আলিম, সহ সম্পাদক মাওলানা কে এম সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফারুক হুসাইন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজীব, দপ্তর সম্পাদক নাসির উদ্দীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক বনি আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা লুৎফুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা আকরাম হুসাইন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোশারেফ হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক হামিদুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ডা. ওয়ালিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাকের আলী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিলন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইখতিয়ার উদ্দিন রানা বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. কায়দার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুর রহমান, সহ দপ্তর সম্পাদক আজগার আলী, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুস সামাদ, সদস্য মুফতী আব্দুস সালাম, আলহাজ সায়েদার রহমান, নাজিম উদ্দীন, ওমর ফারুক, আব্দুল মজিদ, ডা. জসিম উদ্দিন, আব্দুল মোমিন ও রশিদুল ইসলাম।

Comments (0)
Add Comment