সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুস্তম আলীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক রুস্তম আলী ইন্তেকাল করেছেন। গতপরশু প্রচ- এসিডিটি সমস্যা দেখা দিলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। গতরাত ৯টার দিকে নিজ গ্রাম হৈদারপুরে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা সদরের হৈয়দারপুর গ্রামের রইচ উদ্দিন বিশ^াসের ছেলে রুস্তম আলী বিজিবি প্রতিষ্ঠিত সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এ বিষয়ে শিক্ষক। পরিবারের সদস্যরা বলেছেন, বৃহস্পতিবার রুস্তম আলী এসিডিটির কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসার এক পর্যায়ে গতকাল শুক্রবার বিকেলে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি অ্যাড. আনছার আলীর সহোদর। গতরাতে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।

Comments (0)
Add Comment