স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

চুয়াডাঙ্গা পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণকালে পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার: ‘মানসন্মত শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ লাইন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম, পুলিশ লাইন বিদ্যালয়ের সহ-সভাপতি এসএমসি মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক রফিক রহমান, রিজার্ভ ইনস্পেক্টর আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। তিনি বিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। আর তার সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যার সুফল আমরা পেতে শুরু করেছি। পদ্মা সেতু তৈরি করার ফলে আমাদের আর ফেরির জন্য অপেক্ষা করতে হয় না। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই পারবে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে। এজন্য অভিভাবকদের (মা) অগ্রণী ভূমিকা রাখতে হবে। পরে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফম মইনুল আহসান পলাশ।

Comments (0)
Add Comment