চুয়াডাঙ্গার রাঙ্গিয়াপোতায় বিক্রি হচ্ছে সরকারি খালের ধারের মাটি

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার রাঙ্গিয়ারপোতা-সিংনগর সরকারি খালের ধারের মাটি ট্রাক্টর পাউয়ারট্রিলার ভরে বিক্রি করার অভিযোগ উঠেছে রফিকুল ইসলামের বিরুদ্ধে। ফলে সদ্য খননকৃত খালটি হুমকির মুখে পড়বে বলে এলাকাবাসী জানিয়েছে। সেই সাথে যে উদ্দেশে সরকারি টাকা খরচ করে খাল খনন করা হয়েছে; তা হবে ব্যাহত।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়াপোতা-সিংনগর গ্রামের পাশ দিয়ে বয়েগেছে দোহার খাল। গত অর্থবছরে ৩৯ লক্ষ টাকায় ২ কি.মি. এ খালটি খণন করে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড। কিছুদিন যেতে না যেতেই আবু ওয়াছারের ছেলে রফিকুল ইসলাম রফিক প্রকাশ্যে ট্রাক্টর ও পাউরট্রিলারে করে খালের ধারের নিচের মাটি বিক্রি করছে। ফলে বর্ষা মরসুমে যেমন অতিরিক্ত পানি ছড়িয়ে ছিটিয়ে গ্রামের মাঠ ব্লাবিত হবে তেমনি ধ্বসে পড়তে পারে খালের ধারের উপরি ভাগ। এদিকে সরকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদী ও খালের নব্যতা ফেরাতে খনন কাজ অব্যাহত রেখেছে। যাতে করে পানি পূর্বের ন্যায় তার নিজের গতিপথ ধরে চলতে পারে। পাড়ের মাটি কেটে নেয়ার ফলে তা হবে ব্যাহত। এ ব্যাপারে অভিযুক্ত রফিকুলের সাথে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড এবং সদর উপজেলা নির্বাহী অফিসারের আশুহস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

Comments (0)
Add Comment