আলমডাঙ্গার ফজা গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা-কুষ্টিয়া অঞ্চলের এক সময়ের কিশোর গ্যাংগ্রুপের অন্যতম নেতা আলমডাঙ্গার নওদা ব-বিলের সজিব ওরফে ফজাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় মারামারি, চুরি ও বিষ্ফোরক আইনে ৪টি মামলা রয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া অঞ্চলের এক সময়ের কিশোর গ্যাংগ্রুপের অন্যতম নেতা আলমডাঙ্গার নওদা বন্ডবিলের মন্টু ম-লের ছেলে সজিব ওরফে ফজা (২০) এখনও বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানায় বেশ কয়েকটি মামলার হুলিয়া মাথায় নিয়ে সে পলাতক ছিলো। এমন তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ বেশ কিছুদিন ধরে ফজাকে গ্রেফতার করতে চেষ্টা করে আসছিলো। গতকাল বুধবার সন্ধ্যায় ফজা নিজ বাড়িতে অবস্থান করছে গোপনে এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এসআই কামরুল ইসলাম ও এএসআই মহানন্দ রায় নওদা ব-বিল এলাকায় অভিযান চালিয়ে ফজাকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা কুষ্টিয়া অঞ্চলে এক সময়ের কিশোর গ্যাংগ্রুপের তা-ব ছিলো সীমাহীন। এ গ্রুপের শীর্ষ নেতা ছিলো আলমডাঙ্গার নিহত ইমরান। তার অন্যতম সহযোগী ছিলো তমাল ও ফজা। ইমরান নিহত হওয়ার পর এ কিশোর গ্যাংগ্রুপ খেই হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে তমালও নিজ এলাকা গোপালগঞ্জে ফিরে গেলে এ গ্যাংগ্রুপ আরও দুর্বল হয়ে পড়ে। তাদের তৎপরতা থেমে যায়। কিছুদিন ধরে ফজা আবারও এ গ্রুপটিকে পুনর্জীবিত করতে চেষ্টা করছিলো। কয়েকজনকে সাথে নিয়ে সে এলাকায় নানা অপকর্মে লিপ্ত ছিলো। এমন অভিযোগ পেয়ে তাকে গ্রেফতারের জন্য আলমডাঙ্গা থানা পুলিশ তৎপর হয়ে উঠে।

 

Comments (0)
Add Comment