আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ ফরম বিতরণ

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ৯নং ওয়ার্ড ভোগাইলবগাদী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে নেতা কর্মীদের মাঝে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম, ভাংবাড়ীয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলি, যুগ্ম সাধারণ সম্পাদক রেক্সোনা খাতুন, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাসেম আলী, সম্পাদক সাইদুর ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুইট আলী, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাবেক ইউপি সদস্য খোকন আলী, ৯নং ওয়ার্ডের বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, আবুজার, শাহিন, মিলন প্রমুখ।