আলমডাঙ্গার ৬টি ফার্মেসী মালিককে জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পুল এবং নকল ব্যাথা নাশক ক্রিম বিক্রয়ের অভিযোগ ৬টি ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার সকালে আলমডাঙ্গা শহরের হাইরোডে ভ্রাম্যমান অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
জানাগেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে আলমডাঙ্গা শহরের হাইরোডের ফার্মেসীগুলোতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে মন ফার্মেসীর মালিক হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেডিসিন কর্ণারের মালিক আব্দুল ওহাবকে ২ হাজার টাকা, ইয়াসিন ফার্মেসীর মালিক আলমগীর হোসেনকে ৩ হাজার টাকা, লতা ফার্মেসীর মালিক হাজি তৈয়ব আলীকে ৭ হাজার টাকা ও হীরা ফার্মেসীর মালিক ইমারত হোসেনকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এদিকে একই সময় আনিছা ফার্মেসীর মালিক হাফিজুর রহমানকে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পুল এবং নকল ব্যাথা নাশক ক্রিম বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় বিভিন্ন কোম্পানির এক কার্টুন বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পুল ঔষুধ জব্দ করেন। ভ্রাম্যমান অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment