আলমডাঙ্গায় পুলিশ পরিচয়ে যাত্রী ইজিবাইক চুরি

 

স্টাফ রিপোর্টার: পুলিশ পরিচয়ে আলমডাঙ্গায় যাত্রী সেজে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পৌর এলাকার পুরাতন বাজার এলাকা থেকে যাত্রী বেসে ওঠে হরিণাকুন্ডু থানার সামনে অভিনব কায়দায় ইজিবাইকটি চুরি করে পালিয়ে যায় চোর চক্র। ভুক্তভোগী ইজিবাইক চালক সুজন উপজেলার আইলহাস ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। সুজন জানান, সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার লালব্রিজের নিকট থেকে রোগী নিয়ে হারদি হাসপাতালে যায়। হাসপাতাল থেকে ফেরার পথে ইজিবাইক চালক আলমডাঙ্গার পুরাতন বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি পুলিশ পরিচয় দেয়। এ সময় ৫শ’ টাকায় হরিণাকুন্ডু থানা থেকে দুজন পুলিশ নিয়ে আবারো ফেরৎ আসার জন্য ইজিবাইক রিজার্ভ করে। দুপুর আড়াইটার দিকে হরিণাকুন্ডু থানার সামনে পৌঁছায় ইজিবাইক চালক সুজন। ইজিবাইকে থাকা পুলিশ পরিচয় ব্যক্তি অন্যত্র পুলিশ পরিচয় ব্যক্তিকে ডাকতে পাঠাই। এ সময় চোর চক্রের সিন্ডিকেট পুলিশ পরিচয় দেয়া ব্যক্তি ইজিবাইক নিয়ে লাপাত্তা হয়ে যায়। এদিকে, গত ২৮ দিন ইজিবাইক কিনেছে সুজন। কিস্তির টাকায় কেনা ইজিবাইক চুরি হয়ে যাওয়ায় আশ-পাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশায় ভুগছেন ইজিবাইক চালক সুজন। এ ঘটনায় হরিণাক-ু থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। তবে, ইজিবাইক চোর চক্রের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।

Comments (0)
Add Comment