আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক ঝটিকা অভিযানে বিভিন্ন মামলার ৯ জন গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, চুরি বন্ধের লক্ষে থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত অবধি অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি, চুরি, মাদকসহ বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেফতার করে। তাদের সবাইকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গা শহরসহ আশপাশ এলাকায় মাদক ব্যবসা ও চুরি বৃদ্ধি পেয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা: মাসুদুর রহমান (পিপিএম) মাদক ব্যবসা ও চুরি বন্ধ করতে অভিযান শুরু করেছে। তিনি থানার অফিসার ফোর্স সাথে নিয়ে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি মামলাসহ একাধিক মামলার আসামি গোবিন্দপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে শাহাবুল(৪৫) ও দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে আব্দুস সালাম(২৫), আলমডাঙ্গার একাধিক মাদক মামলার আসামি মাদক স¤্রাজ্ঞী ষ্টেশনপাড়ার রেজাউলের স্ত্রী মুন্নি খাতুন(৫৫) ও তার মাদক ব্যবসার সহযোগী মুন্সিগঞ্জের মৃত মধু সরদারের ছেলে তারেক সরদার(৪০), চুরি ও মাদক মামলার আসামি রেজাউলের ছেলে রুবেল হোসেন(২৮), রংপুর জেলার কোতয়ালী থানার নিউ জুম্মাপাড়ার মৃত মজনু আলীর ছেলে বর্তমানে আলমডাঙ্গা স্টেশনের ভাসমান মোমিন মিয়া(২৬) ও আলমডাঙ্গা গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়ার মৃত আবেদ আলীর ছেলে কামরুজ্জামান(৩৫), চুরি মামলাসহ একাধিক মামলার আসামি দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে বর্তমান আলমডাঙ্গা স্টেশনপাড়ার হাসেম আলীর জামাই সাদ্দাম হোসেন(২৫), আলমডাঙ্গা উপজেলার জুগিরহুদা গ্রামের হাসিবুল বিশ^াসের ছেলে ওমর ফারুক ওরফে মানিককে (৩৮) গ্রেফতার করে। এদের সকলের নামেই একাধিক মামলা রয়েছে। তাদের নিকট থেকে মাদক ও চুরির মালামাল উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে পৃথক ৪টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।