আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নিম্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের চতুর্থ আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিম্ন পাঠাগার কক্ষে এ আসর অনুষ্ঠিত হয়। আসরে পঠিত নিয়ে একটি ভাঁজপত্র প্রকাশিত হয়। ভাঁজপত্রে রাশেদ কিরণ, তামিম হোসেন ডালিম, খন্দকার লুৎফর রহমান রনু, খন্দকার সোহেল রানা, নাদিউজ্জামান রিজভী, খো. আসাদুজ্জামান, মাহমুদুল্লাহ আল মুসাফির, মাহফুজ হোসেন, শোয়াইব হোসেন টিনু, তাওহীদ খান, মাহমুদুল হাসান, আবু শোয়াইব শিমুল, সুমাইয়া তাবাসসুম ও নিশাত সালসা বিলের কবিতা প্রকাশিত হয়। কবিতাপাঠ আসরে যারা উপস্থিত হতে পারেননি তাদের কবিতা পাঠ করেন শারজিল হাসান, সালাউদ্দিন, তামজিদ হাসান আবির, মুহাম্মাদ আব্দুল্লাহ, আহমাদ কাজল, সোহেল রানা ও মুন্না আল মাহদী। আসরটি মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহর কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়। কবিতা পাঠ শেষে অনুভূতি ব্যক্ত করেন মুফতি মাহদি হাসান, ডালিম হোসেন, সিদ্দিক হোসেন, শামছুল আলম, ইয়ামিন হোসেন, মুরসালিন ফরজ, মিজানুর রহমান, মো. কুরবান আলী মেয়র ও মুহাম্মদ মাহফুজ। আসরে আরও উপস্থিত ছিলেন মো. নাফিজ উদ্দিন, ইয়াসিন আলী, মুহাম্মদ নাসিম ও সাওফিয়া মাহমুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল আহমেদ। সবশেষে ভাঁজপত্রে প্রকাশিত ও আসরে পঠিত কবিতার ওপর সামগ্রী মূল্যায়ন পেশ করেন ভাঁজপত্রের সম্পাদক ইমদাদুল হক।