আলোকিত সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম

দর্শনায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আলী আজগার টগর

দর্শনা অফিস: জাতীয় দৈনিক যুগান্তরের দুই যুগ পূর্তি উৎসব আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে দর্শনায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, দেশ ও জাতির কল্যাণে সংবাদপত্র অগ্রণী ভূমিকা পালন করে থাকে। পত্রিকার মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতিসহ অপরাধমূলক কর্মকান্ড যেমন তুলে ধরে; তেমনিভাবে সমাজের ভালো কাজগুলোও প্রকাশের মধ্যদিয়ে পাঠককূলকে অনুপ্রাণিত করে। তবে সমাজের মন্দ দিকগুলো সেভাবে তুলে না ধরে ভালো দিকের প্রতি খেয়াল রাখতে হবে সাংবাদিকদের। যুগান্তর পত্রিকাটি ২ যুগ ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। পাঠককূলের মন জয় করেছে তাদের লেখনির মাধ্যমে। পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করছি। সেই সাথে মনে রাখতে হবে আলোকিত সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীহিম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু, দর্শনা পৌর মেয়র প্রার্থী আতিয়ার রহমান হাবু, দর্শনা থানার ইন্সপেক্টর (অপারেশন) নিরব হোসেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা। যুগান্তরের দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন, কবি আবু সুফিয়ান, দর্শনা পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন। সাংবাদিক হানিফ ম-লের উপস্থাপনায় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাংবাদিক জাহিদুল ইসলাম, এফএ আলমগীর, কামরুজ্জামান যুদ্ধ, চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন প্রমুখ। পরে কেক কেটে যুগান্তরের ২ যুগ পূর্তি উৎসব পালিত হয়।

Comments (0)
Add Comment