ইবি শিক্ষার্থীকে ট্রাকের ধাক্কা : আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকের এ ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের সামনে পদচারীসেতু ও গতিরোধক নির্মাণের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ অব্যাহত রেখেছেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ট্রাকের ধাক্কায় আহত শিক্ষার্থীর নাম তাওহিদ তালুকদার। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কয়েকজন শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ক্যাম্পাসের সামনে সড়কে তাওহিদকে ধাক্কা দেয়। এতে তিনি হাতে আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ক্যাম্পাসের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসা শেষে তাঁকে আবাসিক হলে নিয়ে যাওয়া হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে ক্যাম্পাসের আবাসিক শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে জড়ো হন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। ঘটনাস্থল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি, সাধারণ শিক্ষার্থীরা পদচারী  সেতু ও গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এখানে প্রশাসনের কর্মকর্তারা ও থানার ওসি আছেন। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। আলোচনা চলছে।’ আহত শিক্ষার্থীর অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি আননূন যায়েদ। তিনি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন।

Comments (0)
Add Comment