কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি গঠন

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় কার্পাসডাঙ্গা ইউপি হলরুমে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এ সময় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি করম আলী মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী ভুট্ট, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খসরু, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, বিএনপি নেতা আব্দুল মালেক, ফরজ আলী মেম্বার, আবু তালেব, রফিকুল ইসলাম, সাব্বির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রকৃত বিশ্বাস বকুল, আপেল হোসেন, উপজেলা যুবদল নেতা কবির, যুবদল নেতা দেলোয়ার, শামীম, ডালিম, আহসান হাবিব, তরিকুল, শিলন, জাকির, মঞ্জু, সাইফুল ইসলাম, প্রদীপ, বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিন বিশ্বাস, সদস্য সচিব খায়রুল ইসলাম, কৃষকদল নেতা আহসান খান প্রমুখ। মতবিনিময়সভা শেষে নজরুল স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক সামসুল আলম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম টুটুল, যুগ্ম আহ্বায়ক প্রকৃত বিশ্বাস বকুল, আপেল হোসেন, আব্দুল মতিন খসরু, আশাদুল ইসলাম আসাদ, আকলিমা খাতুন, আব্দুল কাদের, জুলফিক্কার আলী, তরিকুল ইসলাম, হুমায়ন কবির, মঞ্জু, রফিকুল ইসলাম, আমজাদ আলী, সাজিবর রহমানসহ ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।