কোটচাঁদপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর মডেল থানা পুলিশ গুলিবিহীন একটি শার্টার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। গত পরশু শনিবার দিনগত গভীর রাতে খবর পেয়ে শহরের আদর্শ পাড়ার সোহাগ হোসেনের বাড়ির সামনে পরিত্যক্ত গোয়াল ঘর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন থানার সেকেন্ড অফিসার মাসুম বিল্লাহ। সোহাগ হোসেনের স্ত্রী সোনিয়া বেগম জানান, রাত সাড়ে এগারোটার দিকে তিনি ঘরের মধ্য থেকে মানুষের হাঁটাহাঁটির শব্দ শোনেন। এ সময় তিনি ঘর থেকে বেরিয়ে বারান্দায় কাউকে দেখতে না পেয়ে তিনি গোয়াল ঘরে যান। এ সময় তিনি কাপড়ে মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্রটি দেখতে পান। সাথে সাথে তিনি প্রতিবেশীদেরকে খবর দেন। সেই সাথে বাড়ির বাইরে অবস্থানরত স্বামী সোহাগকে বিষয়টি মোবাইলে জানান। মোবাইলে খবর পেয়ে সোহাগ হোসেন থানায় যেয়ে বিষয়টি পুলিশকে বলেন। রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে যেয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। বিষয়টি নিয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মাসুম বিল্লাহ আমার দেশকে জানান-খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে পরিত্যক্ত অবস্থায় দেশও তৈরি গুলিবিহীন আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করি। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।