গরু পার করতে গিয়ে বিপত্তি ॥ পিকআপ চাপায় বৃদ্ধার মৃত্যু

গাংনী প্রতিনিধি: গরুর রসি ধরে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ আব্দুর রহমান (৮০)। রাস্তার ওপরে উঠে গরু দৌড়াতে থাকে। সামলাতে না পেরে আব্দুর রহমান পড়েন পণ্যবোঝাই পিকআপ ভ্যানের সামনে। নিমিষেই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মর্মান্তিক এ দুর্ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনায় পিকআপটিকে আটক করছে পুলিশ। আব্দুর রহমান হেমায়েতপুর গ্রামের মৃত তাহের আলী ম-লের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পাশেই আব্দুর রহমানের বাড়ি। প্রতিদিনের ন্যায় তিনি মঙ্গলবার বিকেলে গরুটি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় গরু দৌড় দিলে আব্দুর রহমান সামলাতে ব্যর্থ হন। গরুর রসি ধরে তিনিও দৌড়াতে থাকেন। এক পর্যায়ে হাটবোয়ালিয়া থেকে গাংনীগামী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ ভ্যানের সামনে পড়েন। চালক গাড়ী ব্রেক করলেও তাতে কাজ হয়নি। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্প সদস্যরা পিকআপ ভ্যানটি হেফাজতে নেয়। পিকআপ চালক মেহেরপুরের গোভীপুর গ্রামর সুমন আলী ও হেলপার আলমপুর গ্রামের আল মামুনকে আটক করেছে পুলিশ। পিকআপ ভ্যানটি মেহেরপুরের সনোল্যাবের।
গাংনী থানার ওসি জানান, মরদেহ, পিকআপভ্যান ও চালক-হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Comments (0)
Add Comment