১২ জনের মধ্যে ৮ প্রার্থীর ভোট বর্জন : নির্বাচন অনিশ্চিত

দামুড়হুদার বড় বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য নির্বাচন আজ
দর্শনা অফিস: দামুড়হুদার বড় বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচন আজ শনিবার। ঘোষিত তফসিল অনুযায়ী সকাল ৯টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও শেষ অবধি কি হবে তা অনিশ্চিত হয়ে পড়েছে। নির্বাচনের মাত্র ১ দিন আগে ১২ প্রার্থী মধ্যে ৮ জন ভোট বর্জন করেছেন। আকস্মিক ৮ প্রার্থীর ভোট বর্জন নিয়ে উঠেছে প্রশ্ন। ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৪ মে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত ছিলো। সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেন, বড় বলদিয়া গ্রামের জামাল উদ্দিন, আতিয়ার রহমান, নাজেল হক, সেলিম উদ্দিন, আবুল কাশেম, আব্দুল হাকিম, ইউনুস আলী, রশিদুল হক, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, ইয়া নবী ও সাইফুল মিয়া। ১৭ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি। খানেকটা হঠাৎ করেই রহস্যজনকভাবে জামাল উদ্দিন, আতিয়ার রহমান, নাজেল হক, সেলিম উদ্দিন, আবুল কাশেম, আব্দুল হাকিম, ইউনুস আলী, রশিদুল হক নির্বাচন মাঠ ছেড়ে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। বর্জনকারীরা জানান, নিজেদের মধ্যে কোন প্রকার দ্বন্দ্বের সৃষ্টি যাতে না হয় সে লক্ষেই আমরা ভোট বর্জন করেছি।
এ দিকে নির্বাচনের মাত্র ১ দিন আগে ৮ প্রার্থীর ভোট বর্জনের ঘটনায় নানামুখি প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে কি আজ শনিবার ভোট হচ্ছে নাকী ৪ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করবে নির্বাচন পরিচালনা পর্ষদ?

 

Comments (0)
Add Comment