গাংনীর ফিড মিলে অভিযানে ৩২০ বস্তা ফিড জব্দ

বৈধ কাগজপত্র না থাকায় কারখানা সিলগালা

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলার ইকুড়িয়া এইচবি ক্যাটল ফিড মিলের বৈধ কাগজপত্র না থাকায় সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। এ সময় ক্যাটল ফিড মিলের মধ্যে থেকে বিভিন্ন কোম্পানির ক্যাটল ফিডসহ ৩২০ বস্তা ফিড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চালানোর সময় মিল মালিক হযরত আলী পলাতক ছিলেন। গতকাল সোমবার দুপুরের দিকে এ অভিযান চালান তিনি। এ সময় গাংনী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আলাউদ্দীন ও গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, এইচবি ক্যাটল ফিড মিলে অবৈধভাবে পোল্ট্রি খাবার প্রস্তুত করা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের কথা টের পেয়ে কারখানার মালিক হযরত আলী পালিয়ে যায়। কারখানাটির প্রয়োজনীয় বৈধ কোন কাগজপত্র নেই। এছাড়া বিভিন্ন কোম্পানির ফিড পাওয়া গেছে যা সম্পূর্ণ বেআইনী। বিধায় ৩২০ বস্তা ফিড জব্দ করা ছাড়াও কারখানাটি সিলগালা করা হয়েছে। তলব করা হয়েছে কারখানার মালিককে।

Comments (0)
Add Comment