মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইনসারুল হক ইন্সু ইন্তেকাল করেছেন,গতকাল সোমবার (৬ জুলাই ২০২৫) দিবাগত রাত ২টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর।
ইনসারুল হক ইন্সু গাংনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির একজন প্রবীণ, জনপ্রিয় ও নিরলস সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।