ঘরে বসেই দেশের অর্থনীতিতে অবদান রাখছে অনলাইন উদ্যোক্তারা

স্টাফ রিপোর্টার: বর্তমান সময়ে দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের অবাধ অংশগ্রহণ রয়েছে। সেজন্য দেশের উন্নয়নে নারীদের অবদান অনস্বীকার্য। এখন নারী-পুরুষ সমান তালে কাজ করার কারণে দেশের উন্নয়নও দ্রুত গতিতে এগোচ্ছে। চুয়াডাঙ্গায় উইসিডি নামক ফেসবুক গ্রুপের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত উদ্যোক্তাদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গার একটি অভিজাত হোটেলে অনলাইন উদ্যোক্তাদের এ মিলন মেলার আয়োজন করে উইসিডি চুয়াডাঙ্গা। এ সময় জেলা প্রশাসক আরও বলেন, দেশে ইন্টারনেট সম্প্রসারণের কারণে এখন ঘরে বসে খুব সহজেই অনলাইনে নিজের পণ্যের প্রচার করে তা বিক্রি করতে পারছে উদ্যোক্তারা। ঘরে বসেই দেশের অর্থনীতিতে অবদান রাখছে এসব উদ্যোক্তারা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সবসময় উদ্যোক্তাদের পাশে রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান, সাংবাদিক শাহ আলম সনি, জান্নাতুল আওলিয়া নিশি, বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত, চুয়াডাঙ্গা টেলিকমের স্বত্বাধিকারী রিংকু জোয়ার্দ্দার, এমআর ডিস্ট্রিবিউশনের জাকির হোসেন। মিলন মেলায় চুয়াডাঙ্গার ৪৯জন অনলাইন উদ্যোক্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিতিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন উইসিডি গ্রুপের এডমিন মাহমুদা আক্তার, লামিয়া তাসমিন, সাবরিনা জামান মিম, মেহেদী হাসান, গ্রুপ মডারেটর পাপিয়া সুলতানা, আয়েশা আক্তার, জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা পর্ব ছাড়াও ছিলো কেক কেটে উইসিডি গ্রুপের জন্মদিন পালন। গ্রুপের টপ সেলার, টপ বায়ার, টপ কন্ট্রিবিউটর দের গিফট প্রদান, র‌্যাফেল ড্র, গেইম ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Comments (0)
Add Comment