স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়নের ২০২৫-২০২৬ সেশনের কমিটি পুনর্গঠিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে সরোজগঞ্জ বাজারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ আবু হানিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা জহুরুল ইসলাম আজিজী কুতুবপুর ইউনিয়নের বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে শুরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে মো. আজিজুল হককে সভাপতি ও মুফতি ওমর ফারুককে সেক্রেটারী করে কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আলহাজ আব্দুল মজিদ, মো. জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা তরীকুল ইসলাম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আবু রায়হান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মো. মফিজ উদ্দীন মিস্ত্রী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আলী হোসেন, সদস্য মো. আকতার আলী, মো. রুহুল আমীন ও আব্দুর রহিম।