চুয়াডাঙ্গার পীরপুরে পেঁপে বাগানে গরু যাওয়ায় পিটিয়ে বৃদ্ধের দুই হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের পীরপুরে পেঁপে বাগানে গরু যাওয়াকে কেন্দ্র করে গরু মালিক বৃদ্ধ শফিকুল ইসলামকে (৫৫) বেধড়ক পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে বাগান মালিক হাসাদ আলীর বিরুদ্ধে। আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের পেতেলগাড়ি মাঠে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ শফিকুল ইসলাম পীরপুর গ্রামের ম-লপাড়ার মৃত. সবুর আলী ম-লের ছেলে। আহত শফিকুল ইসলামের ভাই রেজাউল হক দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, আমার ভাই মাঠে গরু চড়াতে যান। এ সময় একটি গরু পার্শ্ববর্তী হাসাদের পেঁপে বাগানের মধ্যে চলে যায়। পরে বৃদ্ধ শফিকুল ইসলাম তার সাথেই একটি কিশোরকে পেঁপে বাগান থেকে গরুটি তাড়িয়ে নিয়ে আসতে বলেন। কিশোর পেয়ে বাগানে গেলে বাগান মালিক হাসাদ তাকে মারধর করে। কিশোরকে মারতে দেখে বৃদ্ধ শফিকুল ইসলাম প্রতিবাদ করলে তাকেও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে বাগান মালিক হাসাদ। এতে বৃদ্ধ শফিকুল ইসলামের দুই হাত ভেঙ্গে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, এক্স-রে রিপোর্টের পর জানা যায় বৃদ্ধের দুই হাত-ই ভেঙ্গে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, বিষয়টি আমি জেনেছি। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।