চুয়াডাঙ্গার বড়শলুয়ায় ধানী জমিতে পুকুর খননের নামে মাটি বিক্রির অভিযোগ 

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া কলেজ মোড়ের জোগাগাড়ি মাঠে ধানী জমিতে পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ উঠেছে। পুকুর খনন হলে আশপাশের ধানী জমিতে সামান্য বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা।

জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের জয়নাল ম-লের ছেলে মাসুম হোসেন বড়শলুয়া কলেজ মোড়ের জোগাগাড়িতে ধানী জমিতে পুকুর খনন করছেন। পুকুর খননের নামে স্থানীয় কেএসবি ইটভাটাসহ কয়েকটি জায়গায় এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চাষিরা। চারিদিকে ভুট্টা ও ধানী জমি রয়েছে। ওই পুকুরটি খনন করা হলে সামান্য বৃষ্টির পানিতে ফসল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

তারা আরো জানান, গতবছর ওই পুকুর খননের নামে মাটি বিক্রি করার অভিযোগে বন্ধ হয়ে যায় পুকুর খননের কাজ। পুনরায় এ বছর সকলের অগোচরে সেখানে পুকুর খননের নামে মাটি বিক্রি চলছে। পুকুর খনন হলে আশপাশের প্রায় ৪০-৫০ বিঘা জমিতে পাড়ের কারণে প্লাবিত হবে। তাই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

Comments (0)
Add Comment