সরোজগঞ্জ প্রতিনিধি: শারীরিক প্রতিবন্ধী নতুন ভান্ডারদহের আজগর আলি দীর্ঘদিন ধরে পা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার কষ্ট দেখে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের সদস্যরা তাকে একটি নতুন পাকিভ্যান উপহার হিসাবে তার হাতে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসএফ ডায়াগনস্টিক সেন্টোরে সামনে এ উপহার তুলে দেয়া হয়। অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজি আব্দুর রউফ মিয়া, হাজি আব্দুর রহমান সব্দুল, মাসুম বিল্লাহ, মহন মিয়া, ডা. সাজিদ হাসান শোভন, ডা. এসআই রেজা, ডা. শাহজাহান, মানব অধিকার কর্মী সালাউদ্দিন আহম্মদ (হিরন), হাজি লাল চাঁদ, শুভ মিয়া, হাজি ওলিউল্লাহ, আজিজুল হক, আব্দুল জলিল, জহির উদ্দিন, শফিকুল ইসলাম মিলন, মিজানুর রহমান মিঠু, পান্না মিয়া, মনি, ফজলুল করিম, ইসরাফিল হোসেন, আমিরুল ইসলম, ফারদিন, আরাফাত হোসেন, শান্ত মিয়া, শামীম হোসেন, হারুন অর রশিদ, তন্ময় মিয়া, মোস্তাফিজুর রহমান ফিটন, তানজিল মাহমুদ, আব্দুল মালেক প্রমুখ। এ সময় নতুন পাকিভ্যানটি হাতে পেয়ে আনান্দে কেঁদে ফেলেন প্রতিবন্ধী আজগর আলি। এ সময় আজগর আলি বলেন, আমার এতোদিন পা ভ্যান চালিয়ে কষ্ট করে সংসার চালানো বেশ কষ্ট ছিলো। আমার কষ্ট দেখে ভাইয়েরা আমাকে একটি পাকিভ্যান দিলো। আমি দোয়া করি আমার মতো প্রতিবন্ধীকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরও সহযোগিতা করবেন।