চুয়াডাঙ্গার মাদককারবারী দুখু শেখের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার মাদক কারবারি দুখু শেখকে তিন মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালত মাদককারবারীকে ৩ মাসের জেল দেন।
সাজাপ্রাপ্ত দুখু শেখ(৪৫) চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার মৃত আবদুর রশিদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ায় অভিযান চালান। এ সময় একই এলাকার মাদক কারবারি দুখু শেখকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। গতকালই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Comments (0)
Add Comment