চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে হেরিং রাস্তা কাজের উদ্বোধন

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশদ্বারের প্রধান সড়কের হেরিং রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বাজার পর্যন্ত ১৮০ মিটার হেরিং রাস্তার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেহালপুর ইউনিয়ন শাখার আমির লিটন মল্লিক, নেহালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরজ আলী, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ও ইউনিয়ন ব্যবসায়িক সভাপতি হাজী নুরুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক মাসুদ রানা, ইউনিয়ন নির্বাচন পরিচালক ডাক্তার এরফান আলী লাল্টু, ইউনিয়ন কৃষি বিভাগের সভাপতি শাজাহান আলী, শিক্ষক সাজেদুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, নেহালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, বিদ্যালয়টিতে বর্ষা মরসুমে ছেলে মেয়েদের যাতায়াতে চরম ভোগন্তি পোহাতে হোত। তাই ছেলেমেয়েদের দুর্ভোগ লাঘবে নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ কাজের অর্থ বরাদ্ধ দেয়া হয়।