চুয়াডাঙ্গাসহ কয়েকটি জেলায় জেঁকে বসেছে শীত

দু এক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় শীত বেড়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বেশির ভাগ জেলায় আজ রোববার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দু এক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এরপর সারা দেশে শীত জেঁকে বসবে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নঁওগা ও পঞ্চগড়ের ১০ ডিগ্রি সেলসিয়াস। আর দিনাজপুর ও নীলফামারীর তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন ১৪ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টি এলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সে সময় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীত বাড়তে পারে। গত কয়েক দিনে শীত কিছুটা বেড়েছে। আজ রোববার থেকে আবারও দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বাড়তে পারে। তবে উত্তরাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না।  আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ ও পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১০ দশমিক দুই ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৩ দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিলো। এটি পরে পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ রোববার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘণ কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Comments (0)
Add Comment