স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আগামী ২৮ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ’র গণসমাবেশ সফল করতে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন শাখা এ প্রস্তুতি সভার আয়োজন করে। ইউনিয়ন দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন আলুকদিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাজি ইখতিয়ার উদ্দিন রানা বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন প্রচার ও দাওয়াহ সম্পাদক মো. আব্দুর রহিম। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কাশেম সরদার, মো. জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মো. আব্দুস সাত্তার, দফতর সম্পাদক মহিউদ্দিন, অর্থ সম্পাদক আশরাফ আলী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মো. বদর উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ইমদাদুল হক, সদস্য মিনারুল ইসলাম, শরীফ হোসেন, জিনারুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি রাসেল হাসান, প্রচার সম্পাদক তারিক জামিল প্রমুখ। সভায় জানানো হয়, আগামী ২৮ জুলাই, সোমবার চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সরাসরি উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। সভায় ২৮ জুলাইয়ের গণসমাবেশকে সফল করার জন্য দাওয়াতি প্রচারণা, লোকসমাগম নিশ্চিতকরণ, যানবাহন ব্যবস্থাপনা ও সাংগঠনিক প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, আলুকদিয়া ইউনিয়ন শাখা ওই গণসমাবেশে সর্বোচ্চ অংশগ্রহণ ও দায়িত্ব পালনের মাধ্যমে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে বেগবান করবে, ইনশাআল্লাহ।