চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু : শনাক্ত ১৮

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সাথে উপসর্গে মারা গেছেন আরও দুজন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০২ জনে। এর মধ্যে চুয়াডাঙ্গায় করোনায় মারা গেছেন ১৮২ জন এবং জেলার বাইরে ২০ জন। সোমবার চুয়াডাঙ্গায় নতুন করে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৫৩২ জনে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার নতুন ১২৩ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৯৬ জন। এ দিন ১৪০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৫ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৫৩২ জনে। এ সময় সুস্থ হয়েছেন ৪৬ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৫ হাজার ৩০০ জন। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৫৬ জন আর বাড়িতে রয়েছেন ৯শ ৭৪ জন। নতুন যে ১৮ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ৭ জন, আলমডাঙ্গা উপজেলার ৮ জন ও জীবননগরের ৩ জন রয়েছে। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হলুদ জোনে মারা গেছেন দুজন। এ পর্যন্ত জেলায় মোট ৮৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন।

Comments (0)
Add Comment